বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১০:৩৭ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার অনূর্ধ্ব-১৪ দল বাছাই করা এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। রা/অ