বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১০:৪৯ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই তানোরে ‘বড়দিন’ উদযাপনে ইউএনও’র কুশল বিনিময় ও শুভেচ্ছা তানোরে সার্কেল এএসপির গীর্জা পরিদর্শন ও কুশল বিনিময় পবায় বাসসের সভাপতি দুলাল ও সম্পাদক পলাশ মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : জের্ভাস রোজারিও নগরীতে জুবায়েরপন্থীদের বিক্ষোভ শেষে সাদপন্থীর চারজনের বিরুদ্ধে জিডি বিয়ে করা হলোনা বাগমারার তরুন সেনা সজীবের বাগমারায় মোবাইল নম্বর দিয়ে একরাতে পল্লীবিদ্যুতের ১১টি মিটার চুরি দুর্গাপুরে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নাচোলে পিয়ারা বাগানে এক গৃহবধূ খুন সরাসরি জাহাজ আসছে পাকিস্তান থেকে, আমদানি বেড়েছে ২১ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ এলসি স্থগিত, শিগগিরই কাটছে না সার সংকট রাজশাহীতে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন আরএমপির মাসিক কল্যাণ সভা আরএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত বিনাবেতনে শিক্ষা বিস্তারে তানোরে প্রতিবন্ধী প্রাক-প্রাথমিক কেন্দ্রের উদ্ধোধন গোদাগাড়ীতে জরিপে গিয়ে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার, মুচলেকায় মিলে ছাড় নাচোলে ছুরিকাঘাতে নিহতরা স্কুলছাত্র ও প্রতিবন্ধী শিশু, ছাত্রলীগ কর্মী নয়
রাকাবের প্রধান শাখায় বিএনপি-জামায়াতপন্থি দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি

রাকাবের প্রধান শাখায় বিএনপি-জামায়াতপন্থি দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি

এম এম মামুন :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান শাখায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুর ১টার সময় এঘটনা ঘটে। এনিয়ে ব্যাংকটিতে বিএনপি-জামায়াতের দুটি পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। হাতাহহাতির ঘটনাটি এ দুটি পক্ষের মধ্যে ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আউট সোর্সিং সিকিউরিটি গার্ডদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বিএনপি-জামায়াতপন্থি অফিসারদের দুটি গ্রুপের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্যাংকের ভিতরে ও বাইরে উত্তেজনা বিরাজ করছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপিপন্থি দাবি করা ইব্রাহিম হোসেন হিরাসহ তার লোকজন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইব্রাহিম হোসেন হিরা বিএনপিপন্থি বলে দাবি করেন।

রাকাব সূত্র জানায়, রাকাবের প্রধান কার্যালয়ে দায়িত্বরত সিউকিউরিটি গার্ডদের গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। এনিয়ে একটি পক্ষকে নিয়ে সোমবার সিনিয়র অফিসার ইব্রাহিম হোসেন হিরা প্রিন্সিপাল শাখায় যান। এরপর জামায়াতপন্থি প্রিন্সিপাল অফিস মেসকাতুল আনোয়ারের গ্রুপ সেটি নিয়ে প্রতিবাদ করেন।

মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে ওই দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সিনিয়র অফিসার ইব্রাহিম হোসেন হিরা আহত হয়েছেন। তিনি মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাকাবের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এরপরও দুটি গ্রুপ নিয়ন্ত্রণে নেয়ার জন্য পৃথকভাবে জড়ো হয়ে রাকাবের প্রধান কার্যালয়ের ফটকের সামনে অবস্থান নিতে থাকেন।

রাকাবের সিনিয়র অফিসার ইব্রাহিম হোসেন হিরা বলেন, দুপুরে আমি সিউকিউরিটি গার্ডদের দ্বন্দ্বের বিষয়টি মীমাংসা করে দিয়েছি। মীমাংসা বৈঠক থেকে বের হওয়ার সাথে সাথে জামায়াতপন্থি গ্রুপের মেসকাতুল আনেয়ার, তার সহযোগী ও রাকাব শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোর্শেদ ও ইব্রাহমি হোসেনসহ আরও কয়েকজন আমার ওপর হামলা করেন। এসময় আমার সাথে থাকা অফিসার-কর্মচারীরা প্রতিরোধ করার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয়। তাদের মারপিটে আমি আহত হয়েছি।

এবিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে রাকাবের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ বলেন, সামান্য ঘটনা ঘটেছিল বিষয়টি নিয়ে মিমাংসা করা হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.