বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ১১:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বলপ্রয়োগ বা জোরপূর্বক ভাবে পুকুরে মাছ ধরার প্রতিবাদ করায় দাপুটে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে আহত হয়েছেন। পরে মেয়ে জুথি খাতুন (১৫) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। এঘটনাটি ঘটে গত ২৩ ডিসেম্বর দুপুরে তানোর উপজেলার লালপুর গ্রামে। এঘটনায় জুথি খাতুনের বাবা উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা সাফিউল ইসলাম (৪৫) বাদি হয়ে একই গ্রামের ৯ জন নামধারী প্রতিপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মজিদ মন্ডলের পুত্র শাফিউল ইসলামের লালপুর মৌজায় একটি পুকুর রয়েছে। যার পরিমান ১২ শতাংশ। আর.এস দাগ নম্বর ৪১৭। ওই দখলীয় পুকুরে বলপ্রয়োগে জোরপূর্বক ভাবে মাছ ধরে দখল করার চক্রান্ত করে প্রতিপক্ষ আক্কাছগণ।
তাহাদের এহেন কাজে বাদি শাফিউল ইসলাম ও তার ক্যান্সার আক্রান্ত মেয়ে জুথি খাতুন বাধাঁ দিতে আগাইয়া গেলে একই গ্রামের দাপুটে মৃত খিদির বক্সের ছেলে আক্কাস আলী (৬০), আমজাদ আলী (৪৫), মুর্তুজা আলী (৪৯), রাব্বানী (৩৮), মন্টু আলী (৩৬) ও মুর্তুজার ছেলে সবুজ মন্ডল (২৫)।
এছাড়াও আজাদ আলীর ছেলে মেহেদী হাসান (২০), মুর্তজার স্ত্রী মালেকজান (৩৬) ও আক্কাস আলীর স্ত্রী পারভীন বিবি (৫০) পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা হামলা ও মারপিট করে। এতে মেয়ে জুথি খাতুন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে নিকট আত্নীয়দের পরামর্শে শাফিউল ইসলাম বাদি হয়ে উপরোক্ত ৯ জন নামধারী ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে অভিযুক্ত আক্কাছ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/অ