বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১২:০৪ am
জাকির হোসেন বাবলু, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুরে শীত আর হিমেল হাওয়াতে অসহায়, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকালে দুর্গাপুর পৌর এলাকার কাঁচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র প্রদান করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দুর্গাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জার্জিস হোসেন সোহেল তার নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় প্রায় শতাধিক অসহায়, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এমন শীতবস্ত্র পেয়ে অসহায় হতদরিদ্র মানুষগুলো আনন্দ প্রকাশ করেছেন।
মো. জার্জিস হোসেন সোহেল জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।
তিনি বলেন, রাতে দুর্গাপুরের রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে ঘুমানো বাস্তুহারা অসহায় দুস্থ শতাধিক লোকের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা মানুষজনকে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে। রা/অ