সমবার, ২৩ িসেম্র ২০২৪, সময় : ০৪:৪৪ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ৩৩ ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি শামীমুল ইসলাম মুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মাহবুব আর রশিদ।
কাউন্সিলে সভাপতি হিসেবে শামিমুল ইসলাম মুন মোট পেয়েছেন ২২৫টি ভোট। অপরদিকে প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ পেয়েছেন ১৯৩টি ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব অর রশিদ পেয়েছেন ২০৫টি ভোট এবং প্রতিদ্বন্দী হিসেবে ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৬টি ভোট। সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপি সদস্য সচিব বাচ্চু রহমান মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাহিন আক্তার শামসুজ্জোহা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬টি ভোট।
রোববার ২২ ডিসেম্বর সকাল ১০টায় গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৩টায় ভোট গ্রহন শেষ হয়।
এদিকে সকাল থেকে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হলেও সম্মেলনের উদ্বোধন হয় দুপুর ১টায়। সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আবু সাইদ চাঁদ। এসময় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ডি.এম জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ্যাড. সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে সফল করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রাজশাহী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২৬ জন। ৩টি দলীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১ জন প্রতিদ্বন্দ্বী।
তারা হলেন, সভাপতি পদে মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ আনারস প্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি শামীমুল ইসলাম মুন রিক্সা প্রতীক। সাধারণ সম্পাদক পদে বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি আহবায়ক মাহবুব অর রশিদ ছাতা প্রতীক, ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দীন চেয়ার প্রতীক, উপজেলা যুবদল সাবেক নেতা, বিএনপি সদস্য আবুল কালাম আজাদ ফুটবল প্রতীক আর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহ্ রুপুল আম প্রতীক। রা/অ