সমবার, ২৩ িসেম্র ২০২৪, সময় : ০৪:০৮ am
নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক ১১ বিঘা জমির ফসল নষ্ট করেছে একদল সন্ত্রাসি। এনিয়ে নামধারী ১৭ জন ও আরো ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা। ২০ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের দুলাহার গ্রামে এই ঘটনা ঘটে। এব্যাপারে একই গ্রামের প্রকৃত জমির মালিক হারুন-অর-রশিদ বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ওই গ্রামের সালাউদ্দিন, রবি, পিন্টু ও ইউসুফসহ এজাহারভুক্ত আসামিরা লাঠি, কোদাল, হাঁসুয়া ও বল্লমসহ ধারালো অস্ত্র-সন্ত্র নিয়ে ফসলি জমির উপর এসে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসিরা। তাদের এমন কথায় কর্ণপাত না করা হলে ১১ বিঘা জমিতে থাকা আলু, গম, সরিষা ও বোরো ধানের বীজ ট্রাক্টর দিয়ে হাল বেয়ে নষ্ট করে দেবে। পরে তারা কথামত ট্রাক্টর দিয়ে ক্ষেতে হাল চাষ করে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করা হয় জমির ফসল নষ্টের ঘটনায় জড়িত সন্ত্রাসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য।
বর্গাচাষি কেরামত আলী, রাজিবুল ইসলাম ও উতুল বলেন, আমরা এনজিওতে লোন করে জমি চাষাবাদ করেছি। সব মিলিয়ে আমাদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখন রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় নেই।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। রা/অ