শনিবর, ২১ িসেম্র ২০২৪, সময় : ১০:১৪ pm
মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
দেশব্যাপী বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবীতে তৃনমূল পর্যায়ে নেতা-কর্মীদের নিয়ে রাজশাহী জেলা বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ দারুস সুন্নাত আলিম মাদ্রাসা মাঠে সমর্থক ও নেতৃবৃন্দ সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। এসময় সভাপতিত্ব করেন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নাজিম উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে মিলন বলেন, আজ ছাত্রজনতার আন্দোলনের জয় হয়েছে। গত বছর এই মাসে আমি খুব ভালো এবং আনন্দে ছিলাম। তার কারণ হলো আমি জেলে ছিলাম। আমার সাথে আরও নেতাকর্মী ছিল। সবাই শোয়ার জায়গা পেয়েছিল। কিন্তু আমার যে সমস্ত বিএনপি নেতাকর্মী ভাই ও বোনেরা জেলের বাহিরে ছিল তাঁদেরকে পাশের বাসার ভাইয়েরাও ভয়ে জায়গা দেয়নি। কারণ, আওয়ামী লীগের ছোট খাট নির্বাচন, সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের প্রশাসন দিয়ে ধরিয়ে দিত। মিথ্যে মামলা দিয়েই জেলে ভরে রাখতো। তবুও তাঁরা বিএপি দল ছাড়েনি। তাই বলি, বিএনপি করতে এত বড় কলিজা লাগে।
তিনি আরো বলেন, ড. মুহাম্মদ ইউনুস একেক সময় একেকটা দিন তারিখ দিচ্ছেন। কিন্তু তালবাহানায় কাজ হবে না। নির্বাচনের ব্যবস্থা করে দ্রুত নির্বাচন দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল বলেন, এই আওয়ামী লীগ সরকার মিথ্যে মামলা দিয়েছে। আমাদের স্লোগান দিতে দেয়নি। শান্তিমত ঘুমাতে দেয়নি। আবারও একদল আওয়ামী লীগকে দেশে জায়গা দেয়ার চেষ্টা করছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাঁদের যেন কেউ আর এই দেশে আনতে না পারে।
অন্যান্য বক্তারা বলেন, পবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীরা এই কর্মী সমাবেশ ও আলোচনা সভা করেছে। এই ৩১ দফা এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতেই এই আয়োজন।
হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. শাহিন রেজার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও আলোচনা শেষে পবা উপজেলার ৫নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আনারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। রা/অ