রবিবর, ০৫ জানুয়ারি ২০২৫, সময় : ০৫:২২ am
মাহবুব আলম (নিজস্ব প্রতিবেদক) তানোর :
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ রাজশাহীর তানোর পৌর শাখার উদ্যোগে এতিম মেয়েদের বিবাহ সম্পন্ন করা হয়েছে। পরে বেশ কয়েকটি বর ও কনের পরিবারের মাঝে বিপুল পরিমান উপহার সামগ্রী বিতরণ করা হয়। গত ১৮ ডিসেম্বর রোববার বিকেলে তানোর ইসলাহিয়া দাখিল মাদ্রাসা প্রসঙ্গে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তানোর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মকসেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডিএম আক্কাস আলী ও তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
তানোর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জুয়েল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডবিল্লি স্কুল এ্যান্ড কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ ও তানোর পৌর শাখার যুব জামায়াতের সভাপতি মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রা/অ