সমবার, ০৬ জানুয়ারি ২০২৫, সময় : ১০:১০ pm

সংবাদ শিরোনাম ::
মান্দায় মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ২ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গম চরে দুইশত পরিবারকে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা রাজশাহীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৭ বই পড়ে পুরস্কার পেল পবার চরাঞ্চলের তিন শিক্ষার্থী রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টেরের উদ্বোধন গাইবান্ধায় আদিবাসীপল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন বাগমারায় এক ইউপিতে প্রশাসক নিয়োগে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ বাগমারায় মিটার দেখার নামে ঘরে ঢুকে দিনে-দুপুরে স্বর্ণালংকার লুট বাগমারায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ তানোরে ইউএনও, ইউপি সচিবদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় বায়ায় স্কুলের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ তানোরে ডিএপি সার সংকটে আলুক্ষেতে টপড্রেসিং বিড়ম্বণায় চাষীরা দেশে চলমান পরিস্থিতিতে ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে ভারত রাজশাহীতে উপদেষ্টার সফর বাতিল, বিতরণ হয়নি শীতার্তদের কম্বল মোহনপুরে ঔষধ ব্যবসায়ীকে হুমকি, থানায় অভিযোগ পুঠিয়ায় আ.লীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিএনপি নেতার পিটুনি যুদ্ধ ট্যাংক তুরস্ক থেকে কিনছে বাংলাদেশ, নজর রাখছে ভারত রাজপাড়া থানায় শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি শামিমুল, সম্পাদক মহসিন
রাসিকের সিইওর কাছে চাঁদা দাবিতে নগরীর এক যুবক গ্রেপ্তার

রাসিকের সিইওর কাছে চাঁদা দাবিতে নগরীর এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম টুটুল (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

রাসিকের সিইও শরীফ উদ্দিন বাদি হয়ে মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরীর ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।

ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.