বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ১১:০৩ pm
মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
আজ ১৮ ডিসেম্বর। আজকের এই দিনে ১৯৭১ সালে রাজশাহী শত্রুমুক্ত হয়। বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগে দিনটি পালন করেছে। বুধবার ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে রাজশাহী মুক্তদিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং অবদান রাখা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নিরোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহসভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
এতে আরো উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ মো. রুমেল প্রমুখ।
বক্তারা বলেন, কারো দয়ার উপর বিজয় উদজীবিত হয়নি। এ বিজয় ছিনিয়ে আনতে স্বাধীনতাকামী সকল মানুষের লড়াই সংগ্রাম ছিল। এ লড়াই ছিল গণযুদ্ধের। যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। ফলে এই সংগ্রামকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের দেখা স্বপ্ন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত করতে হবে। রা/অ