বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ০৯:৪২ am

সংবাদ শিরোনাম ::
বিজয় দিবস উপলক্ষে নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প রাজশাহীতে আ.লীগ-শ্রমিকলীগের নেতাসহ গ্রেপ্তার ৭ সিএনজি স্ট্যান্ডে বাস শ্রমিকদের হামলা-ভাঙচুর চালক-যাত্রীসহ আহত ১০ নগরীতে সিএনজি চালক ও বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ১০ ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ! বিএনপি নেতা শরিফ উদ্দিন তানোরে বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান দলীয় নেতাকর্মীরা এশিয়াকাপে মালয়েশিয়াকে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজশাহীতে জামায়াতের বিজয় র‌্যালি ও আলোচনা সভা এবার সিএনজি শ্রমিকদের হামলার পর রাজশাহীর সবরুটে বাস বন্ধ নানান আয়োজনে নগরীতে মহান বিজয় দিবস উদযাপিত দেশের উত্তরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ বিস্ফোরক-চাঁদাবাজির মামলায় মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত নাসিরগঞ্জ কলেজের অধ্যক্ষের পদত্যাগ প্রসঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষ রনির বক্তব্য তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মেজর জেনারেল শরীফ উদ্দীন দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন তানোরে শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবসের র‌্যালি ও আলোচনাসভা নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুলক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়। দিবসের সূচনালগ্নেই প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।

এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা। এরআগে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, রির্পোটার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা।

এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন, সদস্য টিপু সুলতান, তানোর রির্পোটার্স ক্লাবের সভাপতি বকুল মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হামিদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন টুটুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বাবুসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, তানোর উপজেলাস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংস্থা ও প্রেসক্লাবের সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।

এরআগে উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

এসময় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.