রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫১ pm
ডেস্ক রির্পোট : জয়পুরহাটে গরু চুরির অপবাদ দিয়ে তোতা মিয়া (৩২) নামে এক দরিদ্র রিকশাচালকের দুই পায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম (৫১) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
মারাত্মক দগ্ধ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তোতা মিয়াকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামকে রোববার আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রফিকুল ইসলাম ওই ইউনিয়নের ধারকি গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
শনিবার রাত ১০টার দিকে জয়পুরহাটের সদর উপজেলার বম্বু ধারকি গ্রামে এ ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ ভুক্তভোগী রিকশাচালক তোতা মিয়া একই উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার জয়পুরহাটের সদর উপজেলার ধারকি গ্রামের পাথারপাড়া মাঠ থেকে দুপুরে একটি গরু হারিয়ে যায়। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে শনিবার রাত ১০টার দিকে একই গ্রামের দরিদ্র রিকশাচালক তোতা মিয়াকে তার বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে গিয়ে তাকে মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে বাঁধে। এরপর তার দুই পায়ে পেট্রল ঢেলে আগুন ও হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায় তারা। নারকীয় নির্যাতনের কোনো এক সময় তোতা মিয়ার জ্ঞান হারালে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী তোতা মিয়ার স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ইউপি সদস্য রফিকুলসহ ছয়জনকে আসামি করে তাদের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর স্ত্রী ডলি বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামীকে তারা অন্যায়ভাবে মেরে পায়ে আগুন ও হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। আমি তাদের কঠোর শাস্তি ও বিচার চাই।
জয়পুরহাট সদর থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত মর্মে বম্বু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র : যুগান্তর। আজকের তানোর