বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ০৯:৪০ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
আওয়ামী লীগ করায় বিএনপি নেতাকর্মীদের চাপের মুখে রাজশাহীর বাগমারার নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন পদত্যাগ করেছেন বলে ‘আজকের তানোর’ নামক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম রনি একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি দাবি করেছেন- তার নেতৃত্বে প্রায় দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনের মুখে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কারণ মতিউর রহমান মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনে তিনি কোনো প্রকার নেতৃত্ব দেননি।
প্রকৃতপক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলনের বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এলাকার লোকজন ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর তিনি (মহিবুল ইসলাম রনি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। রা/অ