বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ০৩:১২ am
মাহবুব আলম (নিজস্ব প্রতিবেদক) তানোর :
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর সোমবার বিকেলে র্যালিটি তানোর সদরের গোল্লাপাড়া বাজার থেকে বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের গোল্লাপাড়া বাজার হাট চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. জাকারিয়া হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মো. আব্দুল কাদের।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার শাখার অফিস বিষয়ক সম্পাদক মাও. মো. রফিকুল ইসলাম ও তানোর উপজেলার রিক্সা-ভ্যান কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তানোর পৌর শাখার সভাপতি মো. আজাহার আলী সরদার, মুন্ডুমালা পৌর শাখার সভাপতি মো. আব্দুস শুকুর ও সরনজাই ইউনিয়ন শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
এছাড়াও তালন্দ ইউনিয়ন শাখার সভাপতি মো. আলফাজ হোসেন, কামারগাঁ ইউনিয়ন শাখার সভাপতি মো. দুলাল উদ্দিন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহিন আলম, বাধাইড় ইউনিয়ন শাখার সভাপতি কাজী মো. এনায়েতুল্লাহ, কলমা ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল করিম ও পাঁচন্দর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাদিকুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রা/অ