বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ১০:৩২ am

সংবাদ শিরোনাম ::
বিজয় দিবস উপলক্ষে নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প রাজশাহীতে আ.লীগ-শ্রমিকলীগের নেতাসহ গ্রেপ্তার ৭ সিএনজি স্ট্যান্ডে বাস শ্রমিকদের হামলা-ভাঙচুর চালক-যাত্রীসহ আহত ১০ নগরীতে সিএনজি চালক ও বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ১০ ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ! বিএনপি নেতা শরিফ উদ্দিন তানোরে বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান দলীয় নেতাকর্মীরা এশিয়াকাপে মালয়েশিয়াকে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজশাহীতে জামায়াতের বিজয় র‌্যালি ও আলোচনা সভা এবার সিএনজি শ্রমিকদের হামলার পর রাজশাহীর সবরুটে বাস বন্ধ নানান আয়োজনে নগরীতে মহান বিজয় দিবস উদযাপিত দেশের উত্তরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ বিস্ফোরক-চাঁদাবাজির মামলায় মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত নাসিরগঞ্জ কলেজের অধ্যক্ষের পদত্যাগ প্রসঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষ রনির বক্তব্য তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মেজর জেনারেল শরীফ উদ্দীন দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন তানোরে শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবসের র‌্যালি ও আলোচনাসভা নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
ছোট পর্দার অভিনেত্রী নতুন বছরের ভাবনা জানালেন মাহি

ছোট পর্দার অভিনেত্রী নতুন বছরের ভাবনা জানালেন মাহি

বিনোদন ডেস্ক :
ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জীবনের নানা বিষয় নিয়ে। শীত মৌসুমের প্রতি ভালোলাগা কিংবা নতুন বছরের কাজ, অভিনেত্রী জানালেন নিজের পরিকল্পনা।

দেশে ইতোমধ্যে শীত পড়ে গেছে। শীতের মৌসুম পছন্দ করেন জানিয়ে মাহি বলেন, ‘আসলে শীতটা তো অনেক দ্রুত এসে চলে যায়। ঢাকাতে ওভাবে শীত তো তেমন পড়েই না, গরম অনেক বেশি পড়ে। শীত এলে আমরা এনজয়ই করি। কারণ অধিকাংশ সময় আমাদের রোদের মধ্যেই কাজ করতে হয় এবং মেকআপ নষ্ট হয়ে যায়। শীতের দিনে একটা দিক ভালো যে, মেকআপ নষ্ট হয় না। সেজন্য ভালো লাগে শুটিং করতে। আর কেন জানি না আমি এমনিতেই শীত পছন্দ করি।’ শীতে শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় যখন বাবা-মায়ের সঙ্গে গ্রামে যেতাম তখন কুয়াশা, গ্রামের বাড়িতে খেজুরের রস এ ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখতাম।

কিন্তু বড় হওয়ার পর ওভাবে আসলে যাওয়া হয় না। বিশেষ করে কাজের ব্যস্ততায় একদমই যাওয়া হয় না। সে জায়গা থেকে গ্রামের দিনগুলো মিস করি। সকাল বেলা ঘুম থেকে উঠে যতবার কুয়াশা দেখি, প্রতিবার মনে পড়ে আগে এরকম ভোর সকালে কুয়াশার মধ্যে বাবা গোসল করতে নিয়ে যেত।’ সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানান, ‘খাবার-দাবারের ক্ষেত্রে আমি খুব আপসেট। যারা আমার সঙ্গে সেটে কাজ করে তারা জানে যে আমি সবসময় বাসা থেকে খাবার নিয়ে যাই। আমার মা আমাকে খাবার বানিয়ে দেয়। বাইরের খাবার আমার তেমন খাওয়া হয় না, মাঝেমধ্যে বা পরিবারের সঙ্গে ছাড়া। অধিকাংশ সময় আমি বাসার খাবারই খাই।’

নতুন বছরের ভাবনা নিয়ে অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালের শুরুর দিকে একটু আপসেট ছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে ২০২৩ এ আমি তেমন ভালো পারফরমেন্স করিনি। জানি না দর্শকের জায়গা থেকে কীভাবে নিয়েছে। কিন্তু শেষদিকে তো ভালোই হলো। সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলাম। আশা করি ২০২৫ আরও ভালো হবে।’ সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে। এ মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন ২০১৪ সাল থেকে। এরপর এখন পর্যন্ত কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। নতুন বছরেও হাতে রয়েছে বেশ কিছু নাটক। এছাড়াও মানবিক ও সামাজিক বিভিন্ন কাজে বরাবরই এগিয়ে আসতে দেখা যায় অভিনেত্রীকে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.