বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ১০:৫৬ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
আওয়ামী লীগ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাপের মুখে পদত্যাগ করলেন বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন। বিএনপি নেতা-কর্মীদের চাপে রোববার দুপুরে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
অধ্যক্ষ মতিউর রহমান মিলন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এ কারণে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহিবুল ইসলাম রনির নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা-কর্মীরা সকাল ১০ টার দিকে কলেজের মুল গেট বন্ধ করে দিয়ে কলেজের ক্যাম্পাস চত্বরে অবস্থান নেয়। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অধ্যক্ষকে ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। টানা ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলন।
আন্দোলনে নেতৃত্বদানকারী মহিবুল ইসলাম রনি বলেন, মতিউর রহমান মিলন যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ রয়েছে। তাই তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ কারনো হয়েছে। তবে বল প্রয়োগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন। রা/অ