বুধবা, ১৮ িসেম্র ২০২৪, সময় : ১১:৫৫ am
ডেস্ক রির্পোট :
বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। পরে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা গেলেও আসামিকে পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং মোকামতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন ওই বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ৭/৮ সদস্য অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
পরে হাতে হাতকড়া পরিয়ে থানায় আনার সময় ওই গ্রামের ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। সূত্র : কালবেলা