বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১১:০৪ pm
ক্রীড়া ডেস্ক :
সাফ শিরোপা ধরে রাখার পর থেকে দারুণ সময় কাটাচ্ছে নারী ফুটবলাররা। পাচ্ছেন সংবর্ধনা, মিলছে উপহার। সব মিলিয়ে নারী ফুটবলে ইতিবাচক হাওয়া বইছে। ইতিবাচক হয়ে থাকল ফিফা র্যাঙ্কিংও।
যেখানে সাত ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৩৯ থেকে লাল-সবুজদের অবস্থান এখন ১৩২। সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশের পর থেকে মধ্যবর্তী সময়ে যোগ হয়েছে ২১.৩৭ রেটিং পয়েন্ট। আগে যা ছিল ১০৭৬.১৮। তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯৭.৫৫। প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে এস্তোনিয়া ও সৌদি আরব। দেশ দুটি ৮ ধাপ উন্নতি করেছে। দ্বিতীয় সর্বোচ্চ উন্নতি করা দেশ হচ্ছে বাংলাদেশ।
সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফলাফল এ র্যাঙ্কিংয়ে অবদান রেখেছে সন্দেহ নেই। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে কানক্রমে ড্র করেছিল বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিতও ওই ফল না হলে র্যাংকিংয়ে উন্নতির গ্রাফটা আরও ভাল হত। পাকিস্তানের সঙ্গে ড্র করার পর টানা তিন ম্যাচ জিতেছে লাল-সবুজরা।
গ্রুপ ম্যাচে ভারতকে ৩-১ এবং সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ মুকুট জয় করে লাল-সবুজরা। ফাইনালে মনিকা চাকমার পর গোল করেন ঋতুপর্ণা চাকমা। রা/অ