বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০৬:৪৫ am
ক্রীড়া ডেস্ক :
সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও দ্বিতীয়টিতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে টস জিতে ২৯৪ রান সংগ্রহ করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মিরাজদের এই ম্যাচ জয়ের বিকল্প নেই।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের নেওয়ার কারণ হিসেবে প্রথম ম্যাচের কথার পুনরাবৃত্তি করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেন্ট কিটসে সকালে উইকেট আর্দ্র থাকে। আর এটাই শুরুর দিকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। গত ম্যাচে রান তাড়ার সাফল্যের কথাও বলেছেন তিনি।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন উইকেট যথেষ্ট ভালো। গত ম্যাচের উইকেট ব্যবহৃত হচ্ছে। তিনি আশা করছেন, দলের স্পিনাররা ভালো সুযোগ পাবেন। টস হারলেও বড় স্কোর আশা করছেন তিনি।
একাদশে কারা :
ঘুরে দাঁড়াতে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিন আহমেদকে বাইরে রেখে শরিফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন একটি। অভিষেক হচ্ছে মারকুইনো মিন্ডলের।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রেভস, মারকুইনো মিন্ডলে, গুডাকেশ মোটি ও জেইডেন সিলস। রা/অ