বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০৬:৪৬ am
এম এম মামুন :
রাজশাহী মোহনপুর উপজেলার নুড়িয়াক্ষেত্র বিলে সরকারি লীজকৃত পুকুরে জোরপূর্বক মাছ ধরার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারমানের এর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্যজীবি পবা উপজেলার নওহাটা এলাকার শাহজাহান আলী।
তিনি জানান, মৌগাছি ইউনিয়নের বিএনপি সমর্থিত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস রোববার দিবাগত রাত অনুমান ১ টার দিকে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ে হাসুয়া, বল্লম, বাঁশের লাঠি, লোহার রড, টর্চ লাইটসহ দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে বেড় জাল দিয়ে সরকার হতে লীজকৃত ২৬ বিঘা পুকুর থেকে প্রায় বিশমণ মাছ ধরে নিয়ে যায়। এই পরিস্থিতিতে লীজ গ্রহনকারী শাহজাহান আলী পুলিশের তাৎক্ষনিক সহযোগিতা চেয়ে মোহনপুর থানা পুলিশের কাছে ফোন দিলে অজ্ঞাত কারনে তাৎক্ষনিক সাহায্য না করে তার কাছ থেকে লিখিত অভিযোগ চায়। পুলিশের কাছে সহযোগিতা পাওয়া যাবে না এমন সন্দেহে লীজগ্রহনকারী শাহাজান আলী ওই সময়ে মসজিদের মাইকে প্রচার করে স্থানীয় মানুষের সাহায্য কামনা করেন সেই সাথে মোহনপুর সেনা বাহিনীর হস্তক্ষেপ কামনা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে বিএনপি নেতা প্যানেল চেয়ারম্যান মেজর আলী পুকুর পাড়ে জাল ফেলে রেখে তার লোকজন নিয়ে পালিয়ে যায়। শাহাজান আলী মৌখিক ভাবে ভিডিও বক্তব্যে বলেন সে বিএনপি দল করার কারনে মোহনপুর থানা পুলিশের সহযোগিতা পাবো না বিধায় সুবিচারের লক্ষে অন্যত্র আইনের আশ্রয় নিবো।
এব্যপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতা প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের সাথে যোগাযোগ করলে, উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। রা/অ