বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ০৪:৩৩ pm

সংবাদ শিরোনাম ::
প্রায় সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট নগরীতে সুইটমিট দোকানে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা তানোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই তানোরে ‘বড়দিন’ উদযাপনে ইউএনও’র কুশল বিনিময় ও শুভেচ্ছা তানোরে সার্কেল এএসপির গীর্জা পরিদর্শন ও কুশল বিনিময় পবায় বাসসের সভাপতি দুলাল ও সম্পাদক পলাশ মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : জের্ভাস রোজারিও নগরীতে জুবায়েরপন্থীদের বিক্ষোভ শেষে সাদপন্থীর চারজনের বিরুদ্ধে জিডি বিয়ে করা হলোনা বাগমারার তরুন সেনা সজীবের বাগমারায় মোবাইল নম্বর দিয়ে একরাতে পল্লীবিদ্যুতের ১১টি মিটার চুরি দুর্গাপুরে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ নাচোলে পিয়ারা বাগানে এক গৃহবধূ খুন সরাসরি জাহাজ আসছে পাকিস্তান থেকে, আমদানি বেড়েছে ২১ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ এলসি স্থগিত, শিগগিরই কাটছে না সার সংকট রাজশাহীতে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন আরএমপির মাসিক কল্যাণ সভা আরএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রাবিতে পোষ্য কোটায় ভর্তি, প্রশাসনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

রাবিতে পোষ্য কোটায় ভর্তি, প্রশাসনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
পোষ্য কোটা বহাল রাখতে ‘টালবাহানা করা’র অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পোষ্য কোটাকে লাল কার্ড প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পোষ্য কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এই কার্ড প্রদর্শন করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’, ‘ছাত্রসমাজের অ্যাকশন/ ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না/ আর না আর না’, ‘কোটা না মেধা?/ মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে/ কোটা প্রথার কবর দে’, ‘জনে জনে খবর দে/ পোষ্য কোটার কবর দে’, ‘জোহা স্যারের স্মরণে/ ভয় করি না মরণে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নওশীন তাবাসসুম বলেন, ‘এই কোটা আমরা চাই না। আমরা দেখতে পাচ্ছি, এই কোটার কারণে ৬ থেকে ৭ হাজার সিরিয়ালে থেকেও অনেকে ভালো ভালো সাবজেক্ট পাচ্ছে। কিন্তু এক হাজারের কম সিরিয়ালে থেকেও অনেকেই সাবজেক্ট পায় না। এজন্য আমরা এই কোটাকে লাল কার্ড দেখাচ্ছি।’

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম বলেন, ‘পোষ্য কোটা আমাদের জন্য লজ্জার। এই কোটার কারণে ফেল করেও অনেকে ভর্তি হচ্ছে। নিজেকে যোগ্য প্রমাণ করেই প্রত্যেক শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা রাখার কোনও যৌক্তিকতা নেই।’

পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সোমবার বিতর্কে বসার আহ্বান জানিয়ে রাবির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা আগামীকাল তাদের সঙ্গে বিতর্কে বসতে চাই। সে জন্য আজ আমাদের পক্ষ থেকে একটা চিঠি দেবো। তারা যদি বিতর্কে না যেতে চান, তাহলে অবশ্যই সেটি হবে বিশ্ববিদ্যালয়ের একটা অক্ষমতা।

আর তারা যদি ওপেন বিতর্কে জয় লাভ করেন বা তাদের যুক্তি উপস্থাপন করতে পারেন, তাহলে আমরা এই আন্দোলন থেকে সরে যাবো। কিন্তু তারা যদি সেখানে না আসেন তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.