বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ০৬:১৩ pm
আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার সরকার-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো ঘোষণা করেছে যে, তারা বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটিয়েছে। ১১ দিনের একটি ঝটিকা অভিযানে রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে বাধ্য করে। এই অভিযানে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তবে আসাদ সরকারের পতনের পর দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কীভাবে গড়ে উঠবে, তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও এই পরিস্থিতিকে প্রভাবিত করবে।
নিচে আসাদ সরকারের পতনের ধারাবাহিক ঘটনাগুলো তুলে ধরা হলো:
উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সিরীয় সেনাবাহিনীর ওপর আকস্মিক আক্রমণ শুরু করে বিরোধী বিদ্রোহীরা। বিরোধীরা আলেপ্পো থেকে দামেস্কের সংযোগকারী প্রধান মহাসড়ক কেটে ফেলে, সরকার বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়।
২৯-৩০ নভেম্বর :
বিরোধী বাহিনী আলেপ্পো শহরে প্রচণ্ড গোলাবর্ষণ চালায় এবং শহরে প্রবেশ করে। তারা বিদ্যুৎগতিতে সরকারি বাহিনীর প্রতিরোধ ভেঙে ফেলে। রুশ যুদ্ধবিমানগুলো ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলেপ্পোতে বোমাবর্ষণ করে। বিরোধীরা একদিনের মধ্যে আলেপ্পোর বেশিরভাগ অংশ এবং উত্তরাঞ্চলের ৮০টিরও বেশি শহর ও গ্রাম দখল করে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
১. ডিসেম্বর :
এক দশকেরও বেশি সময় পর সিরীয় সরকার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ হারায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দামেস্ক সফরে আসাদ সরকারের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা দেন।
২. ডিসেম্বর :
রাশিয়া ও ইরান ঘোষণা দেয়, তারা আসাদ সরকারের প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ অব্যাহত রাখবে।
৫. ডিসেম্বর :
বিদ্রোহীরা সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে নেয়। কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর সরকার বাহিনী শহরটি ছাড়তে বাধ্য হয়।
৬. ডিসেম্বর :
বিরোধীরা সিরিয়ার হোমস শহরের কাছে পৌঁছে যায়। হোমসকে ‘বিপ্লবের রাজধানী’ হিসেবে বিবেচনা করা হয়।
৭ ডিসেম্বর :
বিরোধীরা হোমস দখল করে নেয়। সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয় দামেস্ক থেকে সেনা প্রত্যাহারের খবর অস্বীকার করে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, সিরিয়া যুদ্ধ, রক্তপাত ও অশ্রুতে ক্লান্ত হয়ে পড়েছে।
৮. ডিসেম্বর :
দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী ও অন্যান্য সেনারা পিছু হটে। বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া যায়। বিরোধীরা দামেস্ক দখল করে আসাদ সরকারের পতনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। শহরের বাসিন্দারা রাস্তায় নেমে আসাদ সরকারের পতন উদযাপন করে। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি জনগণের পছন্দ করা নেতৃত্বের সঙ্গে সহযোগিতা এবং ক্ষমতা হস্তান্তরে প্রস্তুতির ঘোষণা দেন। সূত্র : বাংলাট্রিবিউন