বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ০৮:১৭ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় ইয়াবা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম শাহিনকে আটক করা হয়েছে। আটক আমিনুল ইসলাম শাহিনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, নরদাশ ইউনিয়ন সুজন পালশা গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম শাহিন দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে নাটোরের নলডাঙ্গা, নওগাঁর আত্রাই ও মান্দা এবং রাজশাহীর দূর্গাপুর ও বাগমারার তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। শনিবার সন্ধ্যায় নিজ বাসায় মাদকের আসর বসিয়ে সে মাদক সামগ্রী বিক্রি করছিল। এ সময় হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা, ১২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রয়ের ১ লাখ ২ হাজার ১৪০ টাকাসহ তাকে গ্রেফতার করেন বলে থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ভ্রাম্যমান আদালতে আব্দুল হাকিম নামে এক মাদক সেবীর ছয় মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। আব্দুল হাকিম বাগমারার গণিপুর ইউনিয়নের তাহের একডালা গ্রামের মৃত হাতেম আলী ছেলে। রোববার বিকেলে ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে থেকে মাদক সেবনের সময় পুলিশ তাকে হাতেনাথে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ড ও অর্ধ দন্ডের রায় দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রা/অ