শনিবর, ২৮ িসেম্র ২০২৪, সময় : ০২:৩৩ am
জাকির হোসেন বাবলু (নিজস্ব প্রতিবেদক) দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুরে শীত আর হিমেল হাওয়াতে অসহায়, গরীব, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুর্গাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জার্জিস হোসেন সোহেল তার নিজ উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় প্রায় শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ্য ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এমন শীতবস্ত্র পেয়ে অসহায় হতদরিদ্র মানুষগুলো আনন্দ প্রকাশ করেছেন।
জার্জিস হোসেন সোহেল বলেন, আমি প্রতি বছরই নিজ উদ্যোগে শতশত হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এই শীতের মধ্যে হাজারো গরিব অসহায় পরিবার আছে তাদের শীতের পোশাক কেনার মত সামর্থ্য নেই।
আমরা সেসব মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে বলে শীতবস্ত্র বিতরণ করে থাকি। রা/অ