রবিবর, ২২ িসেম্র ২০২৪, সময় : ০১:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে জামায়াতের বিশাল কর্মীসমাবেশে ফ্যাসিবাদমুক্ত দেশগড়ার আহ্বান পুঠিয়ায় বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত রাজশাহীতে ১২৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ ওয়াসার পানি সরবরাহসহ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কেশরহাটে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে জুবায়েরপন্থীদের সমাবেশ ঈমানের অগ্নিপরীক্ষা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী দুর্গাপুরে পান বরজে গাঁজা চাষ-কারবারি গ্রেপ্তার সংসদ নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব : ড. ইউনূস রাজধানীর সাভারে চলন্তবাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ নগরীতে পুলিশ সদস্যকে জিম্মি করে ৬ সন্ত্রাসি মিলে মুক্তিপণ আদায় চেষ্টা পবায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবীতে কর্মী সমাবেশ তানোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এতিম মেয়েদের বিবাহ সামগ্রী উপহার শিরাজগঞ্জে আ.লীগ নেতার দুই পায়ের রগ কেটে দেবার অভিযোগ কুড়িগ্রামে কনকনে শীতে কাঁপছে মানুষ, দুর্ভোগে হতদরিদ্ররা চারঘাটে প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় চালু অবৈধ ইটভাটা পিটুনির ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা : জামায়াতের নায়েবে আমির রাজশাহীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে জুবায়েরপন্থীদের সমাবেশ রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ ১২ জন গ্রেপ্তার ফের নগরীর এক আবাসিক হোটেলে ৫ তরুণ ও ৩ তরুণী আটক দুর্গাপুরে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর, আবেদন করা যাবে যেভাবে

বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর, আবেদন করা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেএসপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রাজশাহী বিভাগে ২১ ডিসেম্বর, রংপুর বিভাগে ১৮ ও ১৯ ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগে ২২ ডিসেম্বর, সিলেট বিভাগে ২৪ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগে ২৬ ডিসেম্বর, খুলনা বিভাগে ২৮ ডিসেম্বর, বরিশাল বিভাগে ২৯ ডিসেম্বর ও ঢাকা বিভাগে ৩০-৩১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকেএসপির রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক জান্নাত রেহানা ফেরদৌসী জানান, রাজশাহী বিভাগের ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ২১ ডিসেম্বর বিকেএসপির রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রাজশাহীতে ২১টি খেলার শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও সিটিহাট অভয়ের মোড় রাজশাহীতে ২১ ডিসেম্বর উপস্থিত হতে হবে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তলন ও ব্যাডমিন্টন এই ২১টি বিভাগে ভর্তির জন্য রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকদের আবেদন গ্রহণ করা হবে।

আবেদন ফি ২০০ টাকা :বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদনের মাধ্যমে সব ভর্তি-ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে।

যা সঙ্গে আনতে হবে :
প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সঙ্গে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিক গেম সিলেক্ট করতে হবে।

প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন :
প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে দুই কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোনও প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপির রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২৫ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে। ক্রীড়া ও শিক্ষা সমন্বয়ে ক্যাডেট ভিত্তিক প্রতিষ্ঠানটি দেশ সেরা ক্রীড়াবিদ ও উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.