মঙ্গবার, ০৭ জানুয়ারি ২০২৫, সময় : ১০:৩৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল সাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, সকালে পেয়ারা বাগানে কামরুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। রা/অ