বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:০৬ am
সানাউল্লাহ স্বপন, গাজীপুর :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রফিকুল ইসলাম মাদানীকে ৫ দিনের রিমান্ডে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার তেজগাঁও থানায় ২৩ (৪) ২১নং মামলায় আদালতে রিমান্ড আবেদ করে পুলিশ। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রোববার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রফিকুল ইসলাম মাদানীর হাজতি নং৯৩৮/২১।
ডিএমপির তেজগাঁও থানার ওসি মো. সালাহ্ উদ্দিন মিয়া জানান, কাশিমপুর কারাগার থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী বেলা ৩টার দিকে থানায় এসে পৌঁছে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হবে। আজকের তানোর