বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৭:৩৩ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের সাময়িক বরখাস্তপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অনিয়ম বিষয়ক মামলা দায়ের করেন উপজেলার বেলনা গ্রামের আব্দুল আজিজ নামে এক শিক্ষার্থীর অভিভাবক। ওই মামলার শুনানি শেষ পর্যায়ে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বাদি আবদুল আজিজ কেশরহাটে বাজার করতে গেলে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল আজিজের বড়ভাই আব্দুল মজিদ প্রামাণিক।
মজিদ সাংবাদিকদের বলেন, আমার ভাই আব্দুল আজিজ শফিকুল হেড মাস্টারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। তাকে মামলাটি তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছিল। বুধবার সকালে তিনি কেশরহাটে বাজার করতে গেলে মামলার প্রধান আসামি কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ তার লোকজন জোর জবদস্তি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাকে মামলা তুলে নিতে কোর্টে নিয়ে যান তারা। এরপর হতে আজিজের ফোন বন্ধ রয়েছে। এছাড়াও তিনি আরো জানান, আমি নিজ জেলার বাহিরে থাকায় ইতোমধ্যে পুলিশ প্রসানকে অবগত করেছি।
এবিষয়ে মন্তব্য জানতে কেশরহাট উচ্চবিদ্যালয়ের বরখাস্ত আদেশপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ফোন দেয়া হলে রিসিভ হয়নি।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অপহরণ সংক্রান্ত লিখিত কোন অভিযোগ পায়নি। তবে, মৌখিক ভাবে এরকম খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। রা/অ