বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৭:৩৫ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
এছাড়াও সদস্য আব্দুল কাদের, সদস্য শামসুজ্জোহা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাবলু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল রুবেল, আরিফ সরকার, মোহাম্মদ আলী, টুটন, হাবিব দেওয়ান, বিএনপি নেতা আব্দুল মালেক, জাফর ইকবাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, মুন, যুবনেতা রহিম ও মোজাম্মেলসহ অন্যান্য নেতাকর্মীরা। রা/অ