বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৮:১৫ am

সংবাদ শিরোনাম ::
দুয়েক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির মোহনপুরে মামলার বাদিকে অপহরণের অভিযোগ ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমান অতিরিক্ত বিএসএফ মোতায়েন বিএনপির নেতৃত্বে শিশ মোহাম্মদের ভাতিজা হযরত মাস্টারকে দেখতে চাই তৃণমুল রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ জামায়াত নেতৃবৃন্দের জাতীয় সাংবাদিক সংস্থা’র তানোরে নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধন তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড
সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই

সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই

ডেস্ক রির্পোট :
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকারের পতন হয়। এই আন্দোলন চলাকালে এবং সরকারের পতনের পর ঢাকাসহ সারা দেশে পুলিশের বিভিন্ন স্থাপনা ও পুলিশ সদস্যদের ওপর একযোগে হামলা করে বিক্ষুব্ধ জনতা। এতে থানাসহ পুলিশের প্রায় পাঁচ শতাধিক স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। জুলাই-আগস্টের সহিংসতায় প্রাণ হারায় অন্তত ৪৪ জন পুলিশ সদস্য। তবে, নামপ্রকাশে অনিচ্ছুক বেসরকারি এক জরিপে প্রাণ হারানোর তথ্য বেশ কয়েকশ গুণ বেশি। এসময় সরকারি স্থাপনার পাশাপাশি পুলিশের ব্যক্তিগত অনেক সম্পত্তি ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়। সরকারি অর্থায়নে পুলিশের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ হলেও ব্যক্তিগত ক্ষতিপূরণের উদ্যোগ নেয়নি পুলিশ সদর দফতর কিংবা সরকার।

গত ৫ আগস্ট একযোগে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, কিংবা কত জন পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার কোনও তালিকা নেই পুলিশ সদর দফতরের কাছে। তবে সরকারি ক্ষতির একটি তালিকা করেছে পুলিশ।

পুলিশ সদস্যরা বলছেন, ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় পরবর্তী সময়ে থানাভিত্তিক ক্ষয়ক্ষতির একটি তালিকা করা হয়েছে। সেই তালিকায় নেই পুলিশ সদস্যদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব। তারা বলছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কোনও তালিকা চাওয়া হয়নি। নেওয়া হয়নি কোনও উদ্যোগ। ফলে আড়ালে পড়ে আছে বিষয়টি। আবার পুলিশের অনেক সদস্য বলছেন, পুলিশ সদর দফতর স্বতঃপ্রণোদিত হয়ে দিতে না চাইলে তাদের নিজ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কোনও সুযোগও নেই। সরকার পতনের পর ঢাকাসহ সারা দেশেই পুলিশে রদবদল হয়েছে। বেশিরভাগ সদস্যকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। এমন অবস্থায় ক্ষতিপূরণের আশায় কয়েকবার পুলিশ সদর দফতরে আসা-যাওয়াও সম্ভব নয়। ফলে পুলিশ সদস্যরা তাদের ক্ষতিপূরণ পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন! হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ব্যক্তিগত সম্পদও।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে থানাসহ পুলিশের ৪৬০টি স্থাপনায় হামলা, অগ্নিকাণ্ড ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ২২৪টি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ৫৮টি থানা, ২৬টি ফাঁড়ি, ২টি তদন্তকেন্দ্র, ১০৬টি পুলিশ বক্স, ২৯টি অফিস ও ৩টি অন্যান্য স্থাপনা। এ ছাড়া ভাঙচুরের শিকার ২৩৬টি স্থাপনার মধ্যে ৫৬টি থানা, ২৪টি ফাঁড়ি, ১০টি তদন্তকেন্দ্র, ৩০টি পুলিশ বক্স, ২৮টি অফিস, পুলিশ লাইন্সের স্থাপনা ১৫টি এবং ৭৩টি অন্যান্য স্থাপনা ভাঙচুর করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় (ডিএমপি) ৩৩টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২১টি থানা ভাঙচুর করা হয়েছে। ১০টি থানা অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এসময় সিংহভাগ স্থাপনায় লুটপাটের ঘটনা ঘটেছে।

ঢাকাসহ দেশের বেশিরভাগ থানায় পুলিশের থাকার জন্য ব্যারাক রয়েছে। বেশিরভাগ পুলিশ সদস্য ব্যারাকে থেকে চাকরি করেন। ৫ আগস্ট পুলিশের ওপরে হামলা চলাকালে ব্যারাকেও ব্যাপক লুটপাট করা হয়। এতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত যানবাহনে অগ্নিসংযোগ ও লুট করা হয়েছে। এছাড়া ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়।

হামলার সময় আদাবর থানায় চাকরিরত ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। বর্তমানে তিনি শেরপুর সদর থানায় কর্মরত আছেন। তিনি বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন ব্যাংকগুলোতে টাকা সংকট দেখা দিলো। আমার দুই মাসের বেতনের টাকা তুলে ব্যারাকে রেখেছিলাম। ভেবেছিলাম আন্দোলন শেষ হলে বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাবো। পরে ৫ আগস্ট থানায় হামলা হলে ব্যারাকে ট্রাংকে থাকা টাকাসহ সব কিছুই লুট হয়ে যায়। একই থানায় চাকরিরত এসআই আনিসুর রহমান জানান, গ্রামের বাড়িতে ঘর তোলার জন্য ব্যাংক থেকে ২ আগস্ট ৫ লাখ টাকা লোন নিয়েছিলেন। আন্দোলনের সময় থানাকে নিরাপদ স্থান মনে করে সেখানে টাকাগুলো রেখেছিলেন। ৫ আগস্ট থানায় হামলার সময় তার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

এই দুই পুলিশ কর্মকর্তার মতো আদাবর থানার ব্যারাকে থাকা শতাধিক পুলিশ সদস্যের টাকা-পয়সাসহ মূল্যবান সম্পত্তির সব কিছুই লুট করে যায় দুর্বৃত্তরা। সরকার থেকে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে এসআই রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট থানার হামলার পর একটি ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছিল। তবে পুলিশ সদস্যের ব্যক্তিগত মালামাল ক্ষয়ক্ষতির কোনও তালিকা করা হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের কাছে কোনও আবেদন চাননি। আর আমরাও কোনও আবেদন করিনি।

গত ৫ আগস্ট হাজারীবাগ থানায় হামলার সময় থানার একাধিক গাড়ি ও মালামাল ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানা ভবনে পুলিশের ব্যারাকে লুটপাট করা হয়। টাকা-পয়সাসহ পুলিশের জিনিসপত্র রাখার ট্রাংকও নিয়ে যায় দুর্বৃত্তরা। এসআই মো. ওয়াহিদের একটি নতুন অ্যাপাচি ৪ভি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ কর্মকর্তা ওয়াহিদ বলেন, সেদিন আসলে কী হবে, কেউ বলতে পারছিল না। আমরা সবাই নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম। পরে থানায় হামলার সময় সবাই প্রাণভয়ে থানা এলাকা থেকে ডিসি অফিসের দিকে চলে যাই। আমাদের কয়েকজনের মোটরসাইকেলসহ সিংহভাগ পুলিশ সদস্যের টাকা, মোবাইল ফোনসহ জিনিসপত্র রাখার ট্রাংকও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের পরিবার নিয়ে থাকার জন্য দুটি বহুতল ভবন (কোয়ার্টার্স) রয়েছে। এই দুটি কোয়ার্টার্সের অন্তত শতাধিক পুলিশ সদস্য পরিবার নিয়ে বসবাস করেন। ৫ আগস্ট ও ৬ আগস্ট এই কোয়ার্টার্স দুটিতে লুটপাট করা হয়। সেসময় পুলিশ সদস্যদের পরিবার প্রাণভয়ে ভবন ছেড়ে অন্যত্রে চলে যায়। টানা দুদিন ধরে চলা লুটপাটে শতাধিক পুলিশের পরিবারের টাকা-পয়সা, স্বর্ণ-গয়না এমনকি ঘরের আসবাবপত্রও লুটপাট করা হয়। এ ঘটনায় কোনও তালিকা করেনি পুলিশ সদর দফতর। এ বিষয়টি নিয়ে ভবন দুটির কোনও পুলিশ সদস্য গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

আগস্টে পুলিশের ওপর হামলার ঘটনা শুধু ঢাকায় নয়। রাজধানীর বাইরে বেশিরভাগ জেলায় থানার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এমনকি অনেক এলাকায় পুলিশ সদস্যদের গ্রামের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার পতনের সময় পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আমাদের অনেক পুলিশ সদস্যের ব্যক্তিগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। তালিকা করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে। সূত্র : বাংলট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.