বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ০২:০৭ pm

সংবাদ শিরোনাম ::
জাতীয় সাংবাদিক সংস্থা’র তানোরে নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধন তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড লাতিন আমেরিকান ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত নজরদারি আর গ্রেফতার আতঙ্কে ভুগছে বিপুলসংখ্যক পুলিশ শীতের তীব্রতায় দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে তানোরে একদিকে ধান মাড়াই অপরদিকে আলু রোপনে ব্যস্ত কৃষক-কৃষাণীরা দেশেই কম খরচে বাস তৈরি করবে বিআরটিসি হেমন্তের সোনালি ধানের ভাপা পিঠায় শীতের আগমনী বার্তা
বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা

বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য কঙ্গনা রানাউত। গত শুক্রবার কলকাতায় গিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রীতিমতো ভুল দাবি করেছেন এই অভিনেত্রী। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে বিমানবন্দরে কঙ্গনা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি খুবই চিন্তাজনক, বিশেষ করে হিন্দুদের জন্য। সেদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। সাধুসন্তদের সঙ্গে যা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক।

কিন্তু তার চেয়ে বড় কথা হল, এ নিয়ে ভারতে কোনো রকম প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে না। সামাজিক মাধ্যমে কেউ “অল আইজ অন বাংলাদেশ”ও লিখছেন না।’ এক সাংবাদিক কঙ্গনাকে মনে করিয়ে দেন যে, দেশটির যিনি ‘প্রধানমন্ত্রী’, তিনি কিন্তু নোবেলজয়ী। প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন, তখন থেকেই তিনি অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে আমি বাংলাদেশের পাশে আছি।

বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা আছেন, আমি তাদের সঙ্গে আছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।’ হিন্দুদের ওপর নির্যাতন বা হত্যা প্রসঙ্গে কঙ্গনার দাবি যে ভুল। এমনকি সেসব ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে সেসবও মনগড়া। তার প্রমাণ ভয়েজ অব আমেরিকা বাংলার এক (ভিওএ) জরিপে প্রকাশিত। ভিওএ বাংলার ওই জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অর্ন্তর্বতী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গত অক্টোবর মাসের শেষ দিকে জরিপটি করা হয়। অন্যদিকে, গত মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গত কয়েক বছর ধরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের। বক্স অফিসে সেসব তেমন পাত্তা পায়নি। ‘রেঙ্গুন’ থেকে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ছবিগুলো ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর তুরুপের শেষ তাস এখন মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’। গত ৬ সেপ্টেম্বর ভারতে মুক্তির কথা ছিল কঙ্গনা অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু ছবিটির মুক্তির ওপর স্থগিতাদেশ দেন দেশটির আদালত। নির্মাণ সমাপ্তির পর বহুবার মুক্তির তারিখ পিছিয়ে ২০২৫ সালের ১৭ জানুয়ারি থিতু হয়েছে ‘ইমার্জেন্সি’র মুক্তি। সূত্র : এফএনএস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.