বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৭ pm

সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত ইসকন নিষিদ্ধে আদালত নয়, সিদ্ধান্ত নেবে সরকার : হাইকোর্ট রাজশাহীতে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ ২৬ জন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে নাচোলে দোয়া ও আলোচনাসভা তানোরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষক থেকে পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামানের চলছে জীবন সংগ্রাম রাজশাহীতে বীজ সঙ্কটেও সারের দাম চড়া, চাষিদের মাথায় হাত রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে
মাদ্রাসা শিক্ষক থেকে পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামানের চলছে জীবন সংগ্রাম

মাদ্রাসা শিক্ষক থেকে পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামানের চলছে জীবন সংগ্রাম

সেলিম সানোয়ার পলাশ :
নিজে ইচ্ছা করলে করতে পারেন অনেক কিছু। বাঁচতে পারেন সম্মান নিয়ে। এমন একজন জীবন সংগ্রামী মানুষ হলেন রাজশাহী জেলার পবা উপজেলার খোলাবোনা গ্রামের পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামান মাস্টার (৭২)। বয়সের ভার এখনো থামাতে পারেনি তাকে। দিন-রাত, রোদ-বৃষ্টি, গরম-শীত ও মৌসুমি নিম্নচাপসহ সকল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু হয় তার জীবনযুদ্ধ।

৩৮ বছর ধরে প্রায় ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে খবরের কাগজ বিক্রি করে পরিবারকে অন্ন্য জোগান দিয়েছেন তিনি। প্রতিদিন ভোরে গাড়ি থেকে পত্রিকা সংগ্রহ করে পৌঁছে দিতেন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে। শুরুতে অনেকে বাঁধা-বিপত্তি উপক্ষো করে নিজের মতো করে এগিয়ে গেছেন মনিরুজ্জামান। মনিরুজ্জামান পবা উপজেলার খোলাবোনা গ্রামের মৃত জার্জিস সরকারের ছেলে।

সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, বিনয়ী, পাঠকদের প্রিয় মুখ পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামান মাস্টারের সংগ্রামী জীবনের গল্পের কথা হয় এ প্রতিবেদকের সাথে। তিনি জানান ১৯৫২ সালে তার জন্ম। ৯ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। পত্রিক সূত্রে পাওয়া বাড়ি ভিটা সহকারে ২ বিঘা জমি আছে তার। ১৯৭০ সালে রাজশাহী হাই মাদরাসা থেকে এসএসসি পাস করেন মনিরুজ্জামান। নিজ উপজেলার খোলাবোনা দাখিল মাদ্রাসায় শুরু করেন শিক্ষকতা। ওই মাদ্রাসায় ১৮ বছর যাবত শিক্ষকতা করে বেতন ভাতা ছাড়াই। বেতনভাতা না পাওয়াই ওই মাদ্রাসার শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ১৯৮৬ সালে নতুন পেশা বেছে নিয়ে মনিরুজজামান শুরু করেন পাঠকদের নিকট পত্রিকা বিক্রয়ের কাজ। মাদ্রাসার মাষ্টার থেকে হয়ে উঠেন পত্রিকা বিক্রেতা। মনিরুজ্জামান আরো জানান বর্তমানে তিনি ৮ সন্তানের জনক। এর মধ্যে ৬টি মেয়ে ও ২টি ছেলে। এদের মধ্যে ৪ মেয়েকে মাস্টার্স কমপ্লিট করিয়ে বিয়ে দিয়েছেন পত্রিকা বিক্রয়ের আয় থেকেই। বাকি দুই মেয়ে ও দুই ছেলে বর্তমানে বিভিন্ন কলেজে লেখাপড়া করছে।

মনিরুজ্জামান বলেন, এ পেশায় বছর দশেক আগে প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার টাকা আয় হতো। কিন্তু বয়সের ভারে বর্তমানে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করাটাই অনেক কষ্টকর হয়ে গেছে তার জন্য। মানুষ এখন আর আগের মত পত্রিকা পড়ে না। এছাড়াও বর্তমানে অন্য পেশাতে যাওয়ার আর বয়সও নেই। যতদিন জীবিত আছেন, ততদিন জীবন সংগ্রামে এই পেশায় যুক্ত থাকবেন বলে জানান ৭২ বছর বয়সী এই বৃদ্ধ পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামান। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.