বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫২ pm
এম এম মামুন :
কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের গণহত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী মহানগর ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর রেলগেটে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা বলেন, গণহত্যার বিচার ধীরগতিতে চলছে এবং অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা সুস্পষ্টভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে ক্ষমতার আসনে বসেছেন, সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবে।
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনও ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে এই ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে এই ছাত্রসমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না। জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির কার্যকর করতে হবে।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক সফিউল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলাম সহ মহানগর, বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ