সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৯ pm
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘায় দিনমুজুর আনিসুর রহমানকে হত্যার ঘটনায় করা মামলায় নিহতের ভায়রা ভাই রায়হান আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার তাকে জেলহাজতে পাঠান বাঘা থানার পুলিশ। ৫ হাজার টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমবাগানে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত সন্দেহে রায়হানকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের দক্ষিণে মনিগ্রামের জমসেদ আলীর বাড়ির পেছনে বজলুর রহমান মাস্টারের আম বাগানে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
নিহত আনিসুর রহমানের এক বছরের ছেলে সোহাগ রহমান, মেজো মেয়ে মদিনা খাতুন (৭), আলপনা খাতুন (২২), স্ত্রী পারভিন বেগম ও ৭০ বছরের বিধবা মা আনজেরা বেওয়া রয়েছেন।
নিহতের ভাই হাফিজ উদ্দিন জানান, ভাই একজন সহজ সরল নিরীহ সৎ দিনমুজুর। শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। রাতে বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আনিসুর রহমানের ভায়রা রায়হান আলী মনিগ্রাম বাজারের ছাগলহাটায় আনিসুরকে ৫ হাজার টাকা দেন। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমবাগানে ফেলে রাখে- এমন সন্দেহ থেকে রায়হান আলীকে গ্রেফতার করে পুলিশ।
পারভিন বেগম বলেন, আমার ভগ্নিপতি রায়হান আলীর কাছে থেকে ধারে টাকা নেওয়ার জন্য শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে মনিগ্রা বাজারে যান। পরে আর বাড়িতে ফেরেনি। সকালে জানতে পারি আমবাগানে গলাকাটা লাশ পাওয়া গেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। রা/অ