শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৮ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। রোববার উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাফিজুর রহমানের দেড় বিঘা জমির ধান কাটতে মাঠে নামেন জেলা ছাত্রলীগের একজন সদস্য ও ১১ জন কর্মী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুপ্রেরণায় অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার সিদ্ধান্তে মাঠে নেমে ধান কাটতে শুরু করেন তারা।
কৃষক হাফিজুর রহমান বলেন, করোনাকালে শ্রমিক ও অর্থ সংকটের কারণে আমার দেড় বিঘা জমির পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়ি। ছাত্রলীগের শাকিবুল ইসলাম রানা এ খবর জানার পর, তিনি ছাত্রদের নিয়ে আমার জমিতে ধান কাটতে আসেন। তারা দেড় বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য ও আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী শাকিবুল ইসলাম রানা বলেন, পাকা ধান নিয়ে ওই কৃষকের সমস্যা জানার পর কলেজ পড়ুয়া ১১ জন ছাত্রকে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। তারা সকলেই জেলা ছাত্রলীগের কর্মী।
এদিকে, করোনাকালে ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি। আজকের তানোর