শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রামানিক বৃহস্পতিবার ভোরে হার্ট আ্যাটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল¬¬াহী ……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, আবু তালেব হঠাৎ হার্ট আ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। তিনি গত ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাগমারায় চেয়ারম্যান পদে এবং চলতি সালের জাতীয় নির্বাচনে রাজশাহী-৪, (বাগমারা) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন।
আবু তালেব ১৯৮৩ সালে উত্তর বঙ্গের প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত মন্ত্রী সরদার আমজাদ হোসেনের হাত ধরে জাপার ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ছাত্র রাজনীতি থেকে ১৯৮৭ সালে তিনি বাগমারা উপজেলা জাপার যুব সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯০ সালে উপজেলা জাপার সভাপতি এবং জেলা জাপার সহসভাপতি নির্বাচিত হয়ে ওই দু’টি পদেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। রা/অ