বুধবা, ২০ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৫ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দুর্গাপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে শিক্ষা বোর্ড পরির্দশক অপসারণ দাবিতে অভিযোগ ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী
তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি

তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে মসজিদের নামে বরাদ্দ এসি অফিসার্স ক্লাবে লাগানো হয়েছে। অপরদিকে, মসজিদ ফান্ডের প্রাপ্ত অর্থ ইমাম আত্নসাৎ করেছেন বলে প্রমান পেয়েছে তদন্ত কমিটি। ধর্মীয় প্রতিষ্ঠানে প্রশাসন ও ইমামের এমন দূর্নীতিতে উপজেলাজুড়ে বইছে সমলোচনার ঝড়।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গেলো ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তানোর উপজেলা ক্যাম্পাসে অবস্থিত পুড়াতন মসজিদের নামে দুই টন আর মডেল মসজিদের নামে দুই টন টিআর এর চাল পৃথক ভাবে বরাদ্দ দেয়া হয়। এসব বরাদ্দের চাল তৎকালিন সময়ে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। ওই অর্থ দিয়ে অফিসার্স ক্লাবে দুটি এসি, ইউএনও’র সিওর রুমে একটি এসি এবং উপজেলা চেয়ারম্যানের রুমে দুটি এসি লাগানো হয়। কিন্তু পুড়াতন মসজিদে কোন এসি লাগানো হয়নি। বাঁকি অর্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও মডেল মসজিদের ইমাম ভাগবাটোয়া করে নেন। কিন্তু এরআগে মসজিদের নামে তৎকালিন ইউএনও বিল্লাল হোসেন বিভিন্ন প্রাপ্ত ফান্ড হতে ৩ লাখ টাকা মসজিদে অনুদান দেন। ওই অনুদানের টাকাও ছলচাতুরির আশ্রয়ে এসি ক্রয়ের নামে তসরুফ করা হয় বলে মসজিদ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সদস্য এ প্রতিবেদককে জানিয়েছেন। তবে, তাদের বিভিন্ন কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।

এছাড়াও বিগত ২০২২ সালের ২৯ ডিসেম্বর হতে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত মুসল্লিদের কাছে চাঁদা আদায় ও মসজিদের ফান্ডে বিভিন্ন প্রাপ্ত অর্থের ৬২ হাজার ৮৬৭ টাকা ইমাম মো. এখলাসুর রহমান আত্নসাৎ করেন বলে ইসলামি ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান সিকদার ইউএনও বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তবে, এমন প্রতিবেদনের বছর পেরিয়ে গেলেও ইমামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।

এবিষয়ে ইমাম মো. এখলাসুর রহমান বলেন, ইসলামি ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান সিকদার তার বিভিন্ন অনিয়ম ব্যাপারে ইউএনও বরাবর প্রতিবেদন দিয়েছেন। বিষয়টি আমিও শুনেছি। কিন্তু ইউএনও তাকে কোন নোটিশ দেননি বা জানতে চাননি। তবে, এসংক্রান্ত ব্যাপারে কোন নোটিশ পেলে জবাব দেবেন নইলে যেকোন শাস্তি মাথা পেতে নেবেন বলে এড়িয়ে গেছেন তিনি।

রাজশাহী গণপূর্ত বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ১০ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৪৩ শতক জমির ওপরে উপজেলা ক্যাম্পাসে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আর গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের নিকট হস্তান্তর করে। পরে সিডিউল অনুযায়ী ঠিকাদার ৮টি এসি সরবরাহ করেন। এসব এসি মসজিদে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নিয়মমতে ২০২৩ সালের মার্চ মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মডেল মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এব্যাপারে উপজেলা মডেল মসজিদের সভাপতি ইউএনও খাইরুল ইসলাম বলেন, কেবল মাত্র ১৭ নভেম্বর তিনি যোগদান করেছেন। তবে, মসজিদ ফান্ডের প্রাপ্ত অর্থ ইমাম কেন, যে কেউ আত্নসাৎ করে থাকলে ফাইল দেখে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু মসজিদের নামে বরাদ্দ এসি অফিসার্স ক্লাবে লাগানো উচিত হয়নি। এমনটি হয়ে থাকলে খতিয়ে দেখা হবে বলেও জানান ইউএনও। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.