বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১২:২০ pm
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি রাষ্ট্রমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ-আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব। মঙ্গলবার ১৯ নভেম্বর নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত। দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান পাহিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, এএইচএম ওবাইদুর রহমান চন্দন, সহ-ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। বিএনপির পার্টি থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে। আগামীতে এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা এখনও কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তারা কীভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে, তা আমি বুঝি না। শেষে ডা. মো. ছালেক চৌধুরীকে সভাপতি ইসাহাক আলী সরকারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, শফিউল্লাহ সোনারকে যুগ্ন সাধারণ সম্পাদক, শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির বাকী সদস্যের নাম পরে ঘোষনা করা হবে। এ নতুন কমিটি আগামী দুই বছর দলকে পরিচালনা করবে। রা/অ