বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৬ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় খাসজলাশয় দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে স্থানীয় লোকজনের মাববন্ধনের বরাদ দিয়ে বাসুপাড়া ইউনিয়ন আ.লীগ নেতা জাবের আলীকে ‘জাবের বাহিনীর প্রধান’ অখ্যায়িত করে মিডিয়ায় সংবাদ প্রকাশের অভিযোগে মানববন্ধনে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় সংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার বিকেল জাবের আলী ও তার পক্ষের লোকজন জোতিনগঞ্জ বাজারে সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে তাদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা এবং জাবের আলীকে ‘জাবের বাহিনীর প্রধান’ আখ্যায়িক করে সংবাদ প্রকাশের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে জোতিনগঞ্জ বাজারে সড়কের তিন মাথার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আ.লীগ নেতা জাবের আলী বক্তব্য দেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন- বিগত দুই হাজার সাল থেকে তাকে ‘জাবের বাহিনীর প্রধান’ আখ্যায়িত করে বিভিন্ন মিডিয়ায় ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তাছাড়া গত শুক্রবার তার বিরুদ্ধে এলাকার কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তাকে গ্রেফতার ও তার ফাঁসি দাবি করে।
ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের বরাদ দিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে তাকে ‘জাবের বাহিনীর প্রধান’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। তিনি দাবি করেন এলাকায় তার কোনো বাহিনী নাই। তিনি একজন মাছ ব্যবসায়ী। কাজেই এরপর থেকে কেউ তাকে ‘জাবের বাহিনীর প্রধান’ আখ্যায়িত করে মিডিয়ায় সংবাদ প্রকাশ করলে তাকে আইনগতভাবে দেখে নেওয়া হবে বলে তিনি নিজেই সাংবাদিকদের হুকমি দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মাষ্টার আব্দুল মজিদ, ইউপি সদস্য নারায়ন চন্দ্র সাহা, মাষ্টার হাবিবুর রহমান, সহকারি শিক্ষক জেহের আলী, মৎস্য চাষী রাব্বানী, আব্দুল কুদ্দুস ও জাবের আলীর ছেলে জাহিদ হাসান প্রমুখ। রা/অ