বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫১ pm
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর (সাতপুকুরিয়া) গ্রামে আলতাফ হোসেন নামের এক ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা চলছে। বিষয়টি নিয়ে নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন গুজিশহর গ্রামের মৃত আকবর আলীর ছেলে প্রভাবশালী ওবাইদুল রহমান।
এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ওবাইদুল রহমান ও ভুক্তভোগী আলতাফ হোসেনকে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম শুশানি করেছেন। শুনানি শেষে তিনি সরকারি জমিতে থাকা ঘর ভেঙ্গে সরিয়ে নেওয়ার জন্য ৩ দিন সময় নির্ধারণ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন দীর্ঘ ১ বছর যাবৎ আঞ্চলিক সড়কে সরকারি জায়গায় বসবাস করছেন। বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই স্থানে বসবাস করছেন দীর্ঘ ১ বছর যাবৎ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। আলতাফ হোসেনের বসবাস করা জমির পিছনে ওবাইদুর রহমান নামের এক ব্যক্তির জমি আছে। সেই জমির পজিশন দখল করতে আলতাফ হোসেনকে ওই সরকারি জমি থেকে উচ্ছেদ করার পাঁয়তার চলছে।
ভুক্তভোগী আলতাফ হোসেন বলেন, আমার বাপ দাদার তেমন জমাজমি নেই। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন ভূমিহীন লোক। এখানে একটু আশ্রয়ের জন্য ঘর বানিয়ে ছিলাম। প্রশাসনের লোকজন নাকি আমার বাড়ি ভেঙ্গে ফেলবে। আমার আবদার প্রশাসনের লোকজন যেন আমার বাড়ি না ভাঙ্গে। আমাকে যেন ঘরছাড়া না করে।
আলতাফ হোসেনের স্ত্রী শাকিলা বিবি বলেন, আমরা অনেক কষ্ট করে এনজিও থেকে কিস্তির টাকা তুলে টিনের ঘর নিমার্ণ করেছি। এখানে আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি। ওবাইদুর রহমান আমাদের নামে অফিসে অভিযোগ দিয়েছে। আমাদের বাড়ি ভেঙ্গে দিলে আমরা কোথায় যাবো। আমাদের তো থাকার কোন জায়গা জমি নেই। আমাদের বাড়ি ভেঙ্গে দেওয়ার আগে যেন আমাদের মুখে বিষ তুলে দেওয়া হয়।
এব্যাপারে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে বসা হয়েছিল। প্রয়োজনে সরকারি জমিতে গাছ লাগানো হবে বলে এড়িয়ে গেছেন তিনি। রা/অ