বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৪ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নগরীর নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত রাজশাহী মহানগরীর নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: রুমন আলী (২৮)। সে রাজশাহী মহানগরীর এয়াপোর্ট থানার সিন্দুরকুসুম্বী গ্রামের মো: মুকুল মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রা/অ