শনিবর, ১৬ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০১ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় খোলা বাজার খাদ্যশস্য বিক্রয় ৬টি ওএমমএস ডিলার নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগে লিগ্যাল নোটিশকারী নুরুল ইসলামকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিষয়টি তদন্ত করে হুমকি দাতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী নুরুল ইসলাম।
অভিযোগ সূত্র গেছে, কেশরহাট পৌরসভায় ৬টি খোলা বাজারে খাদ্যশস্য বিক্রিয় ওএমএস ডিলার নিয়োগের সকল কার্যক্রম স্থগিত করে পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগ চেয়ে লিগ্যাল নোটিশ করেছেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মৃত ফজের আলী প্রামাণিকের ছেলে মো: নুরুল ইসলাম।
রাজশাহী জর্জ কোর্টের এ্যাভোকেট মো: নওশাদ আলী খানের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশের কপি প্রেরণ করা হয়। লিগ্যাল নোটিশের পর থানার মামলার ভয় দেখি হুমকি প্রদান করে বাকশৈল গ্রামের ইসাহাক আলী ছেলে দেলোয়ার হোসেন তার মোবাইল ফোনে জোর করে একটি ভিডিও ধারণ করেন।
জানা গেছে, গত ৩১ অক্টোবর মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় খোলা বাজার খাদ্যশস্য বিক্রয় করার জন্য ৬টি ওএমএস ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আহবান করা হয়। কিন্তু কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগে সংশ্লিষ্ট কতৃপক্ষ পরস্পরের যোগ সাজসে অসৎ অদক্ষ, দুর্নীতিবাজ ও কলো তালিকা ভুক্ত ব্যবসায়ীদের নিয়োগ প্রদান চেষ্টা করা হচ্ছে। বিধায় নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত করে পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রদান করে ওএমএস ডিলার নিয়োগে দাবি জানিয়ে নুরুল ইসলাম লিগ্যাল নোটিশ করেন।
মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুন্নবী বলেন,যেহেতু এ বিষয়ে বির্তক সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিধান্ত নেওয়া হবে।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি আয়শা সিদ্দিকা বলেন, নুরুল ইসলাম নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ওএমএস ডিলার নিয়োগে কোন অনিয়ম হবে না। রা/অ