শনিবর, ১৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৩ am

সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন সুমি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন নাচোলে সিঁধকেটে তিন রাতে ৯টি গরু চুরি বগুড়ায় ফ্রিজে মায়ের লাশ : ছেলেকে ফাঁসিয়ে দিলো র‌্যাব? নগরীতে বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেপ্তার কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগে লিগ্যাল নোটিশকারীকে হুমকি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক নিহত রাজধানীর কাকরাইলে তাবলিগ জামাতের মধ্যে ফের উত্তেজনা তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় ভবানীগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ওয়ারেছ সভাপতি ভুট্র সম্পাদক নির্বাচিত বাগমারায় সাংবাদিক ও সুধীনজদের সাথে জেলা প্রশাষকের মতবিনিময় তানোরে কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা কোনও অজুহাতেই অ্যালাউ করতে পারি না জঙ্গিবাদ : আসিফ নজরুল রাজশাহী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেপ্তার নগরীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে বিনামুল্যে চক্ষু ক্যাম্পেইনে ১৮০ রোগি চুড়ান্ত কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সমাবেশ বন্ধের দাবিতে অভিযোগ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত
বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক নিহত

বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক নিহত

ডেস্ক রির্পোট :
রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একে এম আব্দুর রশিদ (৮৫) নামের একজন প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি-১৫ নম্বর এলাকায় পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। পরে ওই বাসার ভাড়াটিয়ারা আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানাধীন ধানমন্ডি ১৫, এর ২৯৪/১ নিজস্ব ভবনের পঞ্চম তলার দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিহত আব্দুর রশিদ। বাকি ফ্লোরগুলো ভাড়া দেওয়া। ভিকটিমের পরিবারের সবাই প্রবাসী।

আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী বাধন বলেন, আমরা পাশের ভবন থেকে চিৎকার শুনে নিচে গিয়ে রক্তাক্ত অবস্থা বাড়ির মালিক ও তার স্ত্রীকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে জানান।

কী হয়েছিল, কীভাবে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে এমন প্রশ্নে বাধঁন বলেন, আমরা দেখিনি। তবে ধারণা করা হচ্ছে বাইরে থেকে চোর বাসায় ঢুকেছিল। ওই বাসায় তারা স্বামী-স্ত্রী থাকেন। ঘটনার সময় আব্দুর রশিদের চিৎকারে আশেপাশে সবাই টের পান। পরে সবাই চিৎকার শুরু করলে অপরাধীরা আঘাত করে দ্রুত পালিয়ে পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিজস্ব বাড়ির দোতলায় থাকতেন আব্দুর রশিদ ও তার স্ত্রী। তারা দুই জনই ডাক্তার। গতকাল রাত ৩টার দিকে আব্দুল রশিদ দরজা খোলা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। তখন চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে পড়ে তিন যুবক। পরে তাদের সঙ্গে স্বামী-স্ত্রীর ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে চোররা আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ওই বাড়ি ও আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুজেটে তিন জনকে দেখা গেছে। তবে ভিকটিমের বাসা থেকে কোনও কিছু খোয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা যাচ্ছে। আসলে ঘটনাটা কি চুরির, নাকি পূর্বপরিল্পিত কোনও ঘটনা আছে– সেব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া ওই তিন ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আব্দুর রশিদের স্ত্রী ভালো আছে, তার শরীরে কোনও আঘাতে চিহ্ন নেই এবং হাসপাতালে চিকিৎসা নিতে যাননি বলেও জানান ওসি। সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.