শনিবর, ১৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩২ am

সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন সুমি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন নাচোলে সিঁধকেটে তিন রাতে ৯টি গরু চুরি বগুড়ায় ফ্রিজে মায়ের লাশ : ছেলেকে ফাঁসিয়ে দিলো র‌্যাব? নগরীতে বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেপ্তার কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগে লিগ্যাল নোটিশকারীকে হুমকি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক নিহত রাজধানীর কাকরাইলে তাবলিগ জামাতের মধ্যে ফের উত্তেজনা তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় ভবানীগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ওয়ারেছ সভাপতি ভুট্র সম্পাদক নির্বাচিত বাগমারায় সাংবাদিক ও সুধীনজদের সাথে জেলা প্রশাষকের মতবিনিময় তানোরে কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা কোনও অজুহাতেই অ্যালাউ করতে পারি না জঙ্গিবাদ : আসিফ নজরুল রাজশাহী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেপ্তার নগরীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে বিনামুল্যে চক্ষু ক্যাম্পেইনে ১৮০ রোগি চুড়ান্ত কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সমাবেশ বন্ধের দাবিতে অভিযোগ নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত
তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে বাল্যবিয়ে প্রতিরোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ও পড়ন্ত দুপুরে পৃথক স্থানে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মিজান জেলা পুলিশ সুপার কার্যালয়ের দিক-নিদের্শনায় ও নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ ও সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন মূলক অভিযান চলছে।

সম্প্রতি উপজেলার বৈদ্যপুর দাখিল মাদরাসা, বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের পৃথক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদক ব্যবহার, সাইবার ক্রাইম এবং ইভটিজিং ও বাল্যবিয়ে সহ নানা বিষয়ে সচেতন করতে থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেন ওসি মো.মিজানুর রহমান মিজান।

এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং উপহাসের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে গঠন মূলক বক্তব্য রাখেন তিনি। সভায় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে কুফল ও সুফল বিষয়েও সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন তিনি।

ওসি বলেন, ‘শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হচ্ছে। উগ্রবাদ ও সন্ত্রাস ঠেকাতেও বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে বিভিন্ন অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করা হচ্ছে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক, অভিভাবক, থানা পুলিশের সদস্য ছাড়াও উপজেলার বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. কামরুজ্জামান হেনা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হুমাউন কবির বকুল এবং ‘আজকের তানোর’ নামক অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.