শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “শৃংখলাই জীবন, সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে উপজীব্য করে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস/২০২৪ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সমিতির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নাচোল ডায়াবেটিক সমিতির অফিস চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপণ করেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও অতিরিক্ত নাচোল ডায়াবেটিক সমিতির ডা. আব্দুর রব সিদ্দিকী।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। এসময় নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসরাম ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এটিএম নূরুল্লাহ উপস্থিত ছিলেন। রা/অ