বুধবা, ১৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৫ pm
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ভূমি ব্যবস্থাপনা ও ভূমির উৎপাদনমূখী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ নভেম্বর সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-বারিন্দ প্রকল্পের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় রাজশাহী ব্র্যাক আইডিপি বারিন্দ প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম।
এতে উপজেলা ব্যবস্থাপক ইসমত বারীর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন- তানোর ভূমি অফিসের এসিল্যান্ড মাশতুরা আমিনা। প্রজেক্টের মাধ্যমে কার্যকারিতা তুলে ধরেন চাঁপাই নবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক বিজয় ডিগ্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সোনালী খাতুন, কর্মসূচি সংগঠক মায়া মারথা লাকড়া, সোহেল রানা, দিপু মাহান্ত ও কারিতাস এনজিওর তানোর শাখার পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় সংস্থার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। রা/অ