বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কলেজ ছাত্রী অপহরণ মামলায় কসবা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও কসবা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ আলীকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
নাচোল থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, উপজেলার কসবা ইউনিয়নের কলাবোনা গ্রামের মামুন আর রশিদের কলেজপড়ুয়া মেয়ে জান্নাতুন ফেরদৌসকে একই পাড়ার বেলালের ছেলে ছাত্রলীগ নেতা বিপ্লব (৩৬) গত ৮ অক্টোবর বাড়ির পাশ থেকে অপহরণ করে।
পরে ৯ অক্টোবর মেয়ের পিতা মামুন আর রশিদ নাচোল থানায় বিপ্লবসহ ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেন। পুলিশ বিপ্লবের পরিবারের ৩ জনকে আটক করে জেলহাজতে পাঠায়। দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও মূল আসামিকে আটক ও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই বাধ্য হয়ে অপহৃতার পিতা ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করেন।
এরই প্রেক্ষিতে নাচোল থানাপুলিশ ওই মামলার মাস্টারমাইন্ড কলাবোনা গ্রামের সাবের আলীর ছেলে কসবা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ আলী (৪৪)কে পুলিশ শনিবার দিবাগত রাতে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন। রা/অ