শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৭ am
মোহাম্মদ জাকির হোসেন শাহীন, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দিতে ৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় এসএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন পূরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অরবিট কোচিং সেন্টার প্রস্তুতি ক্লাস উদ্বোধন করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটির সফলতার ২৪ বছর পেরিয়ে ২৫ বছরের পদার্পণের দিনটি উৎসব মুখর পরিবেশে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের কে নিয়ে পালিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার পূর্ব শাখার সহকারী সেক্রেটারী বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখার সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকারাম হোসেন, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, কানপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অরবিট কোচিং সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সকল ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। রা/অ