শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৬ pm

সংবাদ শিরোনাম ::
জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩ ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ নগরীতে নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে তুহিন গ্রেপ্তার রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি অধ্যক্ষের তানোরে ‘রুলফাও’র আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা দুর্গাপুরে চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেপ্তার তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা দুর্গাপুরে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তন : ধ্বংসস্তূপ থেকে হোয়াইট হাউজ আমন মৌসুমে ধান-চালের মূল্য নির্ধারণ করে দিলো সরকার পুলিশের সাবেক কমিশনার ও ডিআইজিসহ ২২১ জনের নামে মামলা হত্যার বিচারসহ ৮ দফা দাবিতে আদিবাসী পরিষদের সম্মেলন ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণে পাঁচদফা দাবিতে স্মারকলিপি বাগমারায় আ.লীগ নেতা আহাদ গ্রেফতার
তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার ময়না (৩৪)। তিনি তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় কন্যা এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসায় নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ। আত্মহত্যা করার আগে তার মাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩ দিন ধরে গন্ডগোল হচ্ছে এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশিসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই।

এসময় খবর দেয়া হলে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রতিবেশি ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিউলের দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তার ময়না (২ সন্তানের জননী) সাথে দীর্ঘ দিন আগে বিয়ে হলেও আর কোন সন্তান হয়নি। পারিবারিক বিষয় নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সম্প্রতি ফায়ার সার্ভিস সংলগ্ন জায়গা কিনে বাড়ি নির্মাণ কাজ চলছে।

গত ৩ দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ প্রকোট আকার ধারণ করে। সকালেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টির একপর্যায়ে স্বামী রবিউল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই স্ত্রী মুক্তা আক্তার ময়না আত্মহত্যা করে। বিয়ের সময় কথা ছিলো স্ত্রীর নামে রবিউল তানোরে জমি কিনে বাড়ি করে দিবে। জমি কিনে স্ত্রী মুক্তা আক্তার ময়নার নামে না করে রবিউল নিজের নামে করেছে। মুলত এই বিষয়টি নিয়েই গত ৩ দিন ধরে তাদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.