বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৮:৪৫ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
বাগমারায় লিজ নেওয়া পুকুর ও বাগানের জমি নিয়ে বিরোধের জেরে হাতুড়ি বাহিনীর হামলায় নারীসহ ১০ জন কৃষক আহত হয়েছেন। আহতদের মধ্যে গোলাম মোস্তফা, আব্দুস সালাম, তার ছেলে আবু রায়হান, ইয়ার আলী ও তার স্ত্রী তসলিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় হাতুড়ি বাহিনীর প্রধান জালাল উদ্দিনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোলাম মোস্তফা বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের এনায়েতুল হক বিন্দু ও তার শরীরকদের কাছে থেকে ৩৬ বিঘা আন্দিয়ার পুকুর ও বাগানের জমি লিজ নেন ওই গ্রামের কৃষক গোলাম মোস্তফা, আব্দুর রোযা ও আবু রায়হান। কিন্তু স্থানীয় প্রভাবশালী জালাল উদ্দিন ও রাজুর নেতৃত্বে একটি হাতুড়ি বাহিনী গঠন করে ওই পুকুরে ও বাগানের জমিতে নামতে বাঁধা দেওয়ায় দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে সোমবার সন্ধায় হাতুড়ি বাহিনীর লোকজন লিজ গ্রহিতাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে থানার ওসি তৈহিদুল ইসলাম বলেছেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। রা/অ